শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা স্থানীয় পর্যায়ে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
নতুন তালিকা অনুযায়ী, মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি, এর সঙ্গে অতিরিক্ত আরও ২০টি কেন্দ্র রাখা হয়েছে।
ইসি সচিব জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি। এবার তা বেড়ে হয়েছে ৪২ হাজার ৬১৮টি। খসড়া তালিকা নিয়ে কেউ দাবি বা আপত্তি জানাতে চাইলে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এসব দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে। চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।
আখতার আহমেদ জানান, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। প্রতি ৩ হাজার ভোটারের জন্য ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের সঙ্গে ভোটকক্ষের হিসাবও নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, পুরুষ ভোটারের জন্য প্রতি ৬০০ জনে একটি কক্ষ এবং নারী ভোটারের জন্য প্রতি ৫০০ জনে একটি কক্ষ ধরা হয়েছে। সেই হিসাবে পুরুষ ভোটারের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি, নারী ভোটারের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102