শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

বেনাপোলে অপহরণের দুই দিনেও উদ্ধার হয়নি ৭ম শ্রেণীর স্কুলছাত্রী

আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
যশোরের বেনাপোলে মাকে পিটিয়ে জখম করে ৭ম শ্রেণির  স্কুলছাত্রীকে অপহরণের দুই দিন পরেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।গত সোমবার (৮ই সেপ্টেম্বর) দুপুরেরসময়ে এই ঘটনা ঘটেছে।

এই ঘটনায়  স্কুল ছাত্রীর মা তিন জনের নামে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি

অভিযোগ সূত্রে জানা গেছে, বেনাপোলের কাগমারী গ্রামের এই স্কুলে এখন অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরছিলেন মা। এমন সময় বেনাপোল দীঘিরপাড় গ্রামের সেলিম হোসেনের ছেলে সুমন হোসেন, তার বন্ধু কাগমারী গ্রামের হাবুর ছেলে জিসান, ভবারবেড় গ্রামের নাইমুরসহ ১০ থেকে ১২ জন চার-পাঁচটি মোটরসাইকেল ও একটি সাদা রঙের প্রাইভেটকার নিয়ে তাদের পথরোধ করে। এই সময়ে জিসান ও নাইমুর মেয়ের মাকে বেধরক মারধর করে। তখন সুমন হোসেন অস্ত্রের মুখে মেয়েটিকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। এ সময়ে মায়ের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় স্কুল ছাত্রীর মা তিনজনের নামে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

ছাত্রীর বাবা জানায়, বখাটে সুমন, জিসান, নাইমুর সহ দুর্বৃত্তরা স্কুল থেকে পরীক্ষা দিয়ে আমার মেয়  বাড়িতে আসার পথে অস্ত্রের মুখে মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। এই ঘটনায় আমার স্ত্রী বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। বখাটে  সুমন এর আগেও একই ঘটনা ঘটিয়েছিল বলে জানগেছে।

কাগমারী কিন্ডারগার্টেন এন্ড স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া সাংবাদিকদের জানান, কাগমারী গ্রামে স্কুলছাত্রী তুলে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ অপরাধীদের ধরতে ও অপহৃত মেয়েটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ওই ছেলে আগেও এমন ঘটনা ঘটিয়েছে জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102