সকালবেলা যশোরের শার্শা উপজেলার কাশিপুরগ্রামে বীরশ্রেষ্ঠের সমাধিতে গার্ড অব অনার প্রদান করে বিজিবি। এখানে তার রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ, দোয়া, মুনাজাত করা হয়। উপস্থিত ছিলেন ৪৯ বিজিবি উপঅধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ প্রমুখ।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আত্মত্যাগকে জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
নড়াইল জেলার সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসনের আয়োজনে পবিত্র কুরআনখানি, শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ওগার্ড অব অনার প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালবেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন অংগ্য সংগঠন।
পরে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে তবারক বিতরণ করা হয়। শাহাদতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী প্রমুখ।
কাশিপুর গ্রামে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম প্রমুখ।