শোভাযাত্রার সময় দুই পাশে হাজার হাজার মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শোভাযাত্রাটি হাজার হাজার মানুষের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে। ভ্যান, ইজিবাইক মহেন্দ্র, পিকআপ সহ যানবাহন গুলো সাজানো হয় সুদৃশ্য করে। বিভিন্ন ধরনের ব্যানার,ফেস্টুন, প্লেকার্ড স্থান পায় শোভাযাত্রায়।
কালিগঞ্জ উপজেলার স্কুল,কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গুলোতেও সকালে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষে তাবারুক এর ব্যবস্থাও করা হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদ গুলোতে সন্ধ্যায় মাহফিলের ব্যবস্থা করেছে।
উপজেলা প্রশাসনের সাথে কথা বলে জানা যায়, আইন-শৃঙ্খলা বাহিনী আজকের দিনটি যাতে ধর্মপ্রাণ মুসলমানগণ সুন্দরভাবে পালন করতে পারে তার জন্য সজাগ থাকবে। দিনব্যাপী উপজেলায় সামরিক বাহিনী তহল দেবে বলে আশ্বস্ত করেছে উপজেলা প্রশাসন।