শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কালীগঞ্জে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

শ্যামল কুমার মন্ডল,কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে যাপিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে সুশোভিত করে সাজানো হয়েছে কালীগঞ্জ উপজেলার প্রেসক্লাব থেকে থানা মোড় পর্যন্ত এলাকাগুলো।
সকাল ১০ টায় আহালে সুন্নাত কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কালীগঞ্জ ডাকবাংলা থেকে কাকশিয়ালী ব্রিজ অতিক্রম করে কালিগঞ্জ বাস টার্মিনাল হয়ে পুনরায় ফিরে যায় ডাকবাংলাতে।
 শোভাযাত্রার সময় দুই পাশে হাজার হাজার মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শোভাযাত্রাটি হাজার হাজার মানুষের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে। ভ্যান, ইজিবাইক মহেন্দ্র, পিকআপ সহ যানবাহন গুলো সাজানো হয় সুদৃশ্য করে। বিভিন্ন ধরনের ব্যানার,ফেস্টুন, প্লেকার্ড স্থান পায় শোভাযাত্রায়।
 কালিগঞ্জ উপজেলার স্কুল,কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গুলোতেও সকালে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষে তাবারুক এর ব্যবস্থাও করা হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদ গুলোতে সন্ধ্যায় মাহফিলের ব্যবস্থা করেছে।
 উপজেলা প্রশাসনের সাথে কথা বলে জানা যায়, আইন-শৃঙ্খলা বাহিনী আজকের দিনটি যাতে ধর্মপ্রাণ মুসলমানগণ সুন্দরভাবে পালন করতে পারে তার জন্য সজাগ থাকবে। দিনব্যাপী উপজেলায় সামরিক বাহিনী তহল দেবে বলে আশ্বস্ত করেছে উপজেলা প্রশাসন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102