শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

যশোর মালঞ্চী নির্ধারিত হয়েছে হার্ট ফাউণ্ডেশনের স্থান

আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
যশোরের মালঞ্চী নির্ধারিত হয়েছে হার্ট ফাউণ্ডেশনের স্থান। সরকারের নির্ধারিত এই জমি দ্রুত ফাউণ্ডেশনের আওতায় আসার সাথে সাথে নির্মাণ কাজ শুরু হবে।

হার্ট ফাউণ্ডেশন স্থাাপন পকল্পে এক মতবিনিময় সভায় এই বিষয়ে জানানো হয়েছে।গতকাল শুক্রবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘অমিত্রাক্ষরে এই সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।

ইব্রাহিম কার্ডিয়াক হসপিতাল এন্ড রিসার্স ইনস্টিটিউটের সিইও বিখ্যাত কার্ডিয়াক সার্জন প্রফেসর ডাঃ এম এ রশিদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে এসে সভায় অংশ নেয় রেলওয়ের সাবেক ডিজি প্রকৌশলী শামসুজ্জামান, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর রুহুল আমিন, বৃহত্তর যশোর সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাবেক ব্যাংক কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রকৌশলী ওহিদুল হক খান শিলু, সাইকোলজিস্ট রওশন আরা জামান রুবী এবং।

যশোরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেয় এই সভায়। এর মধ্যে ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক নেতা আহসান কবির বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোর সভাপতি আকরামুজ্জামান, সাংস্কৃতিকজন হারুন অর রশীদ, ড.মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, যশোরের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ তৌহিদুল ইসলাম, ডা. ইয়াকুব আলী মোল্লা প্রমুখ। এছাড়াও প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন ডিডিএলজি রফিকুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রাসেল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত প্রমুখ।
ফাউণ্ডেশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন চিন্ময় সাহা, অ্যাড. আবু মোর্ত্তজা ছোট ও মুশতাক হোসেন সিম্বা প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102