খসড়া প্রকাশের পর সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেয়া হয়েছিল। এ সময় পর্যন্ত মোট ১ হাজার ৮৯৩টি আবেদন আসে। এর মধ্যে ৩৩ জেলার ৮৪ আসন সম্পর্কিত ছিল ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ বা পরামর্শ।
ইসি সচিব জানান, প্রাপ্ত আপত্তি ও সুপারিশের ওপর শুনানি অনুষ্ঠিত হয় ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চার দিনব্যাপী। এরপর সেসব পর্যালোচনা শেষে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আসন বণ্টনের এ পরিবর্তন কার্যকর হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে।