শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

রংপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগে’র মানববন্ধন অনুষ্ঠিত।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃরংপুর নগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্য নির্মাণে বিরোধীতার নামে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কতৃক জনমনে বিভ্রান্তোমূলক ফতোয়া ছড়ানোর প্রতিবাদে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে প্রেসক্লাব চত্ত্বরের সামনে এ মানববন্ধন হয়েছে।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক এর উপস্থাপনায় বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ বলেন, ভাষ্কর্য এবং মূর্তি দুটোই এক নয়।

কোরাআন ও হাদিসের মনগড়া ফতোয়া দিয়ে ধর্মপ্রাণ মুসলমানকে বিভ্রান্ত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে একপক্ষ। তারাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নিয়ে কথা বলে । যারা ধর্মীয় বিভ্রান্তি সৃষ্টি করে শেখ হাসিনার অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করলে মৌলবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

আরও বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রমজান আলী তুহিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি জাভেদ হাসান, তারিকুল ইসলাম রনি, আনোয়ারা ফেরদৌসী পলি, কৌশিক আলম মিঠু, মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক শামসাদ হোসেন মার্শাল, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভ, আব্দুর রশিদ জীবন, দীনবন্ধু সরকার, সিরাজুল ইসলাম রবিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102