শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন

নির্ভয়ে শাঁখা সিঁদুরপরেভোট দিতে যাবেন  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
যশোরে আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। এসময় তিনি হিন্দু নারীদের উদ্দেশে বলেছেন, ‌‘আপনারা সবাই নির্ভয়ে শাঁখা সিঁদুর পরে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবেন।

যশোর গতকাল শনিবার  (১৬ই আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষ্যে  দুপুরের সময় যশোর টাউন হল ময়দানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই্বস কথা বলেন তিনি।

জনাব নাসিমুল গণি বলেন ৫ই আগস্টের পরে যে অভূতপূর্ব ঐক্য দেখা দিয়েছে সেইটা ধরে রাখতে পারলে সবাই সুখে-শান্তিতে বসবাস করতে পারবো। এই দেশে নিজ নিজ ধর্ম পালনে কোনো বাধা ও নিষেধাজ্ঞা নেই। কেউ বাধা দিলে সরকার প্রতিহত করবে এবং বিচার নিশ্চিত করবেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। এর আগে প্রায় পাঁচ হাজার ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশাল এ শোভাযাত্রা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে বেজপাড়া পূজা সমিতি মন্দির ও ঘোষ বাড়ির মাঠে প্রবেশ করে।

শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুল, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102