যশোর গতকাল শনিবার (১৬ই আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষ্যে দুপুরের সময় যশোর টাউন হল ময়দানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই্বস কথা বলেন তিনি।
জনাব নাসিমুল গণি বলেন ৫ই আগস্টের পরে যে অভূতপূর্ব ঐক্য দেখা দিয়েছে সেইটা ধরে রাখতে পারলে সবাই সুখে-শান্তিতে বসবাস করতে পারবো। এই দেশে নিজ নিজ ধর্ম পালনে কোনো বাধা ও নিষেধাজ্ঞা নেই। কেউ বাধা দিলে সরকার প্রতিহত করবে এবং বিচার নিশ্চিত করবেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। এর আগে প্রায় পাঁচ হাজার ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশাল এ শোভাযাত্রা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে বেজপাড়া পূজা সমিতি মন্দির ও ঘোষ বাড়ির মাঠে প্রবেশ করে।
শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুল, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।