মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুরের বিরল উপজেলার বজড়াপুর ইউনিয়নের জমি নিয়ে বিরোধের জেড়ে এক বৃদ্ধ খুন হয়েছে। শুক্রবার দুপুর দিকে এই ঘটনা ঘটে।নিহতের নাম মোঃ আব্দুল কাদের (৭০)।
সে ওই এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র।
বিজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান,জমি নিয়ে বিরোধের এক পর্যায়ে বিরোধী পক্ষ হাসুয়া দিয়ে আব্দুল কাদেরকে
কোপায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়।
বিরল থানা ওসি হাবিব নাসিম জানায়, নিহতের মরদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।