রাজধানীর আদাবর এলাকা থেকে চাপাতি ধরে কাউসার আলী নামের এক গণমাধ্যমকর্মীর মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২আগস্ট) ভোর ৬টা ৪ মিনিটে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নয়া দিগন্ত পত্রিকার ভুক্তভোগী সাংবাদিক কাউসার।
কাউসার বলেন, আমি রাজশাহী থেকে এসেছি। রাজশাহী থেকে ট্রেনে কমলাপুর এসে নামি। পরে কমলাপুর থেকে একটা সিএনজি নিয়ে আদাবর শেখেরটেকের তিন নম্বর রোডে চাচার বাসায় যাচ্ছিলাম। ভোর ৬টা ৪ মিনিটে আমি আমার চাচার বাসার গেটে এসে সিএনজি থেকে নামি।
সিএনজি থেকে নেমে গেটের সামনে দাঁড়িয়ে দরজা নক করেছি, সঙ্গে সঙ্গে আমার পেছনে দুজন রিকশা থেকে নেমে আমার মুখ চেপে সামনে চাপাতি ধরে। তারা ছিল ৪ জন। একজন রিকশায় বসেছিল। আরেকজন চালক আর বাকি দুইজন আমাকে ধরেছে।