আবু তালেব আনচারী চন্দনাইশ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চন্দনাইশে কর্মরত স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে সকাল থেকে স্বাস্থ্য সহকারীগণ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অংশ নিয়ে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল স্কেল প্রদান, ১৩তম গ্রেডে বেতন বৈষম্য দূরীকরনসহ ৬টি দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। কর্মবিরতি চলাকালে আলোচনায় অংশ নেন, দাবী বাস্তবায়ন পরিষদের নেতাদের মধ্যে পুপুল চৌধুরী, কাঞ্চন ভট্টচার্য্য, শামশুল আলম, কাজী রিদুয়ান, নজরুল ইসলাম, শাহেদ আলী, সিমা ধর, লোপা দত্ত, শাহ ইসলাম, ফেরদৌস মিয়া, রুপম বড়ুয়া শাহীন আকতার, মনোয়ারা বেগম, করিমুন্নেছা, রোকেয়া আকতার, সিমলা সেন, অনিতা দে, আবদুল আজিজ, সুকেশ দাশ প্রমুখ। বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী কতৃক ১৯৯৮ সালে ঘোষিত স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল স্কেল অধ্যাবদি বাস্তবায়ন না হওয়ায় তারা এ আন্দোলনের কর্মসূচি ঘোষনা করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিগত ২ বছর পূর্বে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও তা করেননি। তাই তারা তাদের ন্যায্য দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।