মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
বাউফল সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব, যুগন্তরের সাবেক বাউফল প্রতিনিধি, সাংবাদিক শিবলী সাদেকের বাবা অব: প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া (৮০) বার্ধক্য জনিত কারনে মৃত্যূবরণ করেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রজিউন ।
বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের সময় বাউফল পৌর শহরের ৭নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মরহুমের মৃত্যুতে বাউফল প্রেস ক্লাব,সাংবাদিক ইউনিয়ন, শিক্ষক মহল, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেন।
মরহুমের জানাজার নামাজ শুক্রবার সকাল ৯টায় বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০ টায় তার গ্রামের বাড়ি কাছিপাড়া ইউনিয়ানের কারখানা গ্রামে । জানাজা শেষে হাজী বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।