প্রধান অতিথির বক্তব্যে তিনি পড়া লেখার পাশাপাশি শারীরিক ব্যায়ামের প্রতি গুরুত্ব আরোপ করেন। প্রথম দিন মোট চারটি খেলা অনুষ্ঠিত হয় ।(বাংলা 2-0 এসডব্লিউই), (গণিত ০-০ ফউটে), (এইচআরএম ২-২ শিক্ষা), (এমসিজে ০-০ ইংলিশ)। খেলা শেষে ম্যান অপদা ম্যাচ পুরস্কার প্রদান করা হয়।