রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০৬ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তবে গ্রেপ্তারকৃতদের নাম ও দলীয় পদপদবির বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ কে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। এদিন যেন কোনো নাশকতা না ঘটে সেজন্য তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী।
তারই অংশ হিসেবে আওয়ামী লীগের এই ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।