শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

জীবনের প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে পাচ্ছেন শাহরুখ খান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
দীর্ঘ ৩৩ বছরের সমৃদ্ধ চলচ্চিত্র ক্যারিয়ারের পর অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এর জন্য তিনি পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। আজ শুক্রবার (১ আগস্ট) রাজধানী দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণাটি দেওয়া হয়।

এই পুরস্কারটি তিনি যুগ্মভাবে ভাগ করে নিচ্ছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে। শাহরুখ খানের ভক্তদের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ এতদিন তিনি দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার পেলেও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল অধরাই।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন শাহরুখ। তারপর একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি—‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘চক দে ইন্ডিয়া’, ‘স্বদেশ’, ‘মাই নেম ইজ খান’, ‘চেন্নাই এক্সপ্রেস’ সহ আরও বহু হিট সিনেমা। তবে জাতীয় পুরস্কারের স্বীকৃতি এবারই প্রথম।

২০২৩ সাল ছিল শাহরুখ খানের ক্যারিয়ারে নতুন এক জোয়ার। ওই বছর তার তিনটি ছবি—‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাংকি’—রিলিজ করে এবং তিনটিই বক্স অফিসে অভাবনীয় সাফল্য পায়।

বর্তমানে শাহরুখ ব্যস্ত রয়েছেন ‘কিং’ ছবির শুটিংয়ে, যা ২০২৬ সালে মুক্তি পাবে। এই ছবির মাধ্যমে তার মেয়ে সুহানা খান বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন একজন অ্যাকশন হিরোইন হিসেবে।

শাহরুখের এই জাতীয় স্বীকৃতি তার দীর্ঘ ক্যারিয়ারের এক বিশেষ মাইলফলক হয়ে থাকবে—তার ভক্ত ও সমালোচক উভয়ের কাছেই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102