এই ঘটনার পর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান, এডিসি জুয়েল রানার সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান ও একাধিক টিম সরাসরি অভিযান পরিচালনা করে। পরে শুক্রবার দুপুরে পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। যার মধ্যে রয়েছেন— এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং দুই কনস্টেবল মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, ভুক্তভোগীকে সহযোগিতা না করায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।