শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

মাইলস্টোনের ঘটনায় সায়েন্সল্যাব অবরোধ শিক্ষার্থীদের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও সচিবের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সঠিক তদন্ত এবং নিহতদের সঠিক তথ্য প্রকাশেরও দাবি জানান তারা।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার পর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন, যার ফলে যানচলাচল সীমিত হয়ে পড়ে। এই বিক্ষোভে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

একই দিনে দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে ছয় দফা দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সচিব শফিকুল আলম অবরুদ্ধ হয়ে পড়েন। আইন উপদেষ্টা ইতোমধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা জানালেও, তাদের বিক্ষোভ এখনও অব্যাহত আছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102