শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই যুবক আহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. ফয়সাল (২৫) ও জহুরুল ইসলাম (২৭) নামের দুই যুবক আহত হয়েছেন। তাঁরা দুজনই একটি বায়িং হাউসে চাকরি করেন।

গতকাল সোমবার রাত পৌনে দশটার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়।

আহতের হাসপাতালে নিয়ে যাওয়া তাদের সহকর্মী হাসনাইন ইসলাম বলেন, ‘গতকাল রাত পৌনে দশটার দিকে ঢাকা উদ্যান দুই নাম্বার রোডের ডি ব্লকের বাসার দিকে যাওয়ার সময় হঠাৎ ৪-৫ জন ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। এ সময় তাদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে যেতে চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায় এবং চিৎকার শুরু করে। পরে তাদের দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। বর্তমানে ফয়সাল ঢাকা মেডিকেলে ভর্তি আছেন, জহিরুল চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতকাল রাতে মোহাম্মদপুর থেকে আহত অবস্থায় দুই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তাঁরা জানান, ছিনতাইকারী তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102