বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে। একই সঙ্গে, দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্য বৃদ্ধি পাচ্ছে। ফলে এই অঞ্চলের সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকাগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এই সতর্ক সংকেত মঙ্গলবার (৮ জুলাই) থেকে কার্যকর করা হয়েছিল এবং আজও (৯ জুলাই) তা অব্যাহত থাকবে।
এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, বিশেষত উপকূলীয় এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
বিস্তারিত তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোর জন্য আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
এছাড়া, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীতে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে।