শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

ঢাকায় মিছিল থেকে আ.লীগের ৩ সদস্য গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এর আগে সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে শ্যামপুর থানার জুরাইন সালাহউদ্দিন পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. নাইমুর রহমান (২২), হারুন (২৪) ও আলামিন মোল্লা (২০)।
এ বিষয়ে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার ভোরে জুরাইন সালাহউদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৫ থেকে ৩০ জন লোক সরকারবিরোধী মিছিল করছিলেন। খবর পেয়ে রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক সেখানে পৌঁছায়।

তিনি জানান, ঘটনাস্থল থেকে নাইমুর, হারুন ও আলামিন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে যান। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102