ভারতীয় ও বাংলাদেশিদের জন্য বিনিয়োগ ছাড়া আমিরাতের নতুন ‘মনোনয়ন-ভিত্তিক’ গোল্ডেন ভিসা চালু
সংযুক্ত আরব আমিরাত ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য বিশেষ ‘মনোনেশন-বেসড’ (মনোনয়ন-ভিত্তিক) গোল্ডেন ভিসা চালু করেছে। এই নতুন ব্যবস্থায় আর বিশাল অঙ্কের বিনিয়োগ বা সম্পত্তি কেনার শর্ত থাকছে না। এখন ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিলেই আবেদন করা যাবে।
এর আগে দুবাইয়ে গোল্ডেন ভিসা পেতে অন্তত ২ মিলিয়ন দিরহাম (৬ কোটির বেশি টাকার) মূল্যের সম্পত্তি কেনা বাধ্যতামূলক ছিল। নতুন এই পাইলট প্রকল্প ভারত ও বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে প্রায় ৫ হাজার ভারতীয় আবেদন করতে প্রস্তুত।
এই প্রকল্পের দায়িত্ব পেয়েছে পরামর্শক সংস্থা রায়াদ গ্রুপ। তাদের ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আইয়ুব এই উদ্যোগকে ভারতীয় ও বাংলাদেশিদের জন্য ‘একটি সুবর্ণ সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন।
আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে। এর মধ্যে অপরাধমূলক রেকর্ড, অর্থপাচারের ইতিহাস এবং সামাজিক যোগাযোগমাধ্যমের গতিবিধিও থাকবে। যাচাই শেষ হলে আবেদন সরকারি দপ্তরে পাঠিয়ে চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে। আবেদন করা যাবে ওয়ান ভাস্কো (One VASCO) সেন্টার, রায়াদ গ্রুপের নিবন্ধিত অফিস, অনলাইন পোর্টাল এবং কল সেন্টারের মাধ্যমে।
রায়াদ গ্রুপ জানিয়েছে, এই নতুন ভিসার সবচেয়ে বড় সুবিধা হলো, এটি একবার মঞ্জুর হলে স্থায়ী হবে। সম্পত্তি-ভিত্তিক গোল্ডেন ভিসার মতো এটি সম্পত্তি বিক্রি হলে বাতিল হবে না। এছাড়া এই ভিসা নিয়ে পরিবার নিয়ে দুবাইয়ে বসবাস করা যাবে, গৃহকর্মী ও গাড়িচালক রাখা যাবে এবং যে কোনো ব্যবসা বা পেশাজীবী কাজ করা যাবে।
প্রকল্পটি সফল হলে সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিইপিএ (কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট) অংশীদার দেশগুলোর জন্যও এই সুবিধা চালু করা হবে বলে জানানো হয়েছে।