বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ড কম্পাউন্ডের পশ্চিম পাশ থেকে রবিাবর রাত ৮টার সময় ২১০ গ্রাম গাঁজাসহ মোঃ জাকির হোসেন (৫৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশের চৌকস সদস্যরা।
আমতলী থানা সূত্রে জানা যায়, রবিবার ১৫ নভেম্বর আনুমানিক ৮ টার দিকে গোপন খবরের ভিত্তিতে আমতলী থানার এস আই মোঃ মিলন মিয়া ও এ এস আই লিমন ও সঙ্গীয় পুলিশ সদস্য পৌরসভার ১নং ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ড কম্পাউন্ডের পশ্চিম পাশ থেকে আনুমানিক রাত ৮টার সময় ২১০ গ্রাম গাঁজাসহ মোঃ জাকির হোসেন (৫৫) মাদক ব্যবসায়ী কে আটক করে। এ সময় তার কাছ থেকে করে ২১০ গাঁজা উদ্ধার করে আমতলী থানা পুলিশের চৌকস সদস্যরা।
মাদক ব্যবসায়ী মোঃজাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহআলম হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১০ গাজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে আটক মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হবে।