শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

রাজধানীর হাজারীবাগে একটি বাসার পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় হাজারীবাগের টেনারিমোড়ে এই দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- বাসার মালিক জিয়াউর রহমান (৪৫), তার দুই মেয়ে ফারিয়া (৮) ও রাইফা (৪) এবং বেলাল হোসেন (২৮) নামে এক শ্রমিক।

৪ জনকে হাসপাতালে নিয়ে আসা শাহপরান বলেন, ট্যানারি মোড় এলাকার ৫১/এ নম্বর বাসায় পানির ট্যাংক পরিষ্কারের সময় গ্যাস বিস্ফোরণ হয়। এতে বাসার মালিক, তার দুই মেয়ে ও এক শ্রমিক দগ্ধ হন। পরে আমরা তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে বেলাল হোসেনের শরীরের ১৭ শতাংশ, জিয়াউর রহমানের ৩ শতাংশ, তার মেয়ে ফারিয়ার ৭ শতাংশ ও আরেক মেয়ে রাইফার ৩ শতাংশ দগ্ধ হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102