শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

রাজধানীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার নূরে আলম সিদ্দিকী। শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে বসিলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা তার মোবাইল ফোন, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র নিয়ে গেছে। এ সময় তাকে মারধরও করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

নূরে আলম সিদ্দিকী জানান, ‘আমার অফিস ছিল সকাল ৭টায়। তাই ভাড়া বাসা থেকে বের হয়ে বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ পেছন থেকে দুজন দেশীয় অস্ত্রধারী আমাকে ঘিরে ধরে। তারা মোবাইল, মানিব্যাগ ও কাগজপত্র ছিনিয়ে নেয় এবং মারধর করে।’

তিনি আরও বলেন, ঘটনার পরপরই মোহাম্মদপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছি। তদন্তভার পেয়েছেন এসআই আক্কেল আলী।

এসআই আক্কেল আলী গণমাধ্যমকে জানান, ‘আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ঘটনার বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় দিনের শুরুতেই একজন সাংবাদিকের ওপর এমন হামলা নগরবাসীর নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। ভুক্তভোগী দ্রুত বিচার ও ছিনতাইকারীদের গ্রেফতার দাবি করেছেন

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102