ঈদুল আজহায় মুক্তি পাওয়া বহুল আলোচিত চলচ্চিত্র ‘উৎসব’-এর প্রিমিয়ার শো-তে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা জাহিদ হাসান। রাজধানীর এক সিনেপ্লেক্সে অনুষ্ঠিত দ্বিতীয় সপ্তাহের এই প্রদর্শনীতে দর্শক ও সাংবাদিকদের ভিড়ে অভিনেতা নিজেকে ধরে রাখতে পারেননি।
তিনি জানান, মুক্তির সময় তিনি আইসিইউতে ভর্তি ছিলেন, কিন্তু হাসপাতাল থেকেই দর্শকদের ভালোবাসা ও প্রশংসা দেখে আবেগে ভেসেছেন।
জাহিদ হাসান বলেন, “আজকে আমার ঈদ। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, সেটা আমার জীবনের বড় পাওয়া।” কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “কেউ আদর করলে আমার কান্না পায়। আজ সবাই আমাকে যেভাবে ভালোবাসলেন, আমি কৃতজ্ঞ।”
তানিম নূর পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত তারকায় ভরপুর এই সিনেমাটি এরই মধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করেছে।