শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

‘উৎসব’ বাংলা চলচ্চিত্রে ‘আশার আলো’ : বাধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ঈদের মৌসুমে মুক্তি পাওয়া দুটি আলোচিত সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’ ও ‘উৎসব’ নিয়ে দর্শকের আগ্রহ এখনো তুঙ্গে। এর মধ্যে প্রথমটিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আর দ্বিতীয় সিনেমাটি দেখে নিজেই এতটা মুগ্ধ হয়েছেন, নিজের অনুভূতি লুকাতে পারেননি।

নিজের অভিনীত ছবির প্রচারের ব্যস্ততার মাঝেও গতকাল সোমবার ‘উৎসব’ দেখে আবেগাপ্লুত বাঁধন নিজের ফেসবুকে লিখেছেন, ‘উৎসব’ ছবিটি দেখার পর আমার মধ্যে অদ্ভুত ভালো লাগা কাজ করেছে। আমি ভীষণ উচ্ছ্বসিত। ছবি দেখার পর আমি এতটাই উচ্ছ্বসিত ছিলাম যে ছবির পরিচালক তানিমকে ঠিকমতো কৃতজ্ঞতা জানাতে পারিনি।’

তিনি লেখেন, ‘বাংলাদেশে এমন চলচ্চিত্র খুব কমই দেখা যায়, যা সুনির্মিত এবং একই সঙ্গে চিত্রনাট্য নিখুঁত- রাজনৈতিকভাবে সচেতন ও লিঙ্গ-সংবেদনশীলও। ‘উৎসব’ আমাকে আশার আলো দেখিয়েছে। গর্বিত করেছে। মনে হয়েছে, দর্শকেরা পুরোপুরি তৈরি। তারা এই ধরনের সিনেমা দেখতে চায়।’

বাঁধন মনে করিয়ে দেন, এখনই সময় ভাবার, আমরা আমাদের প্রতিভাবানদের নিয়ে কী করছি এবং সমাজকে ফিরিয়ে দিচ্ছি কী।

তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, সুনেহরা বিনতে কামাল, তারিক আনাম খানসহ আরও অনেকে।

ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট প্রযোজিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক চাপে বাড়ানো হয়েছে শো। বর্তমানে দেশের বিভিন্ন হলে প্রতিদিন মোট ১৭টি শো চালানো হচ্ছে, যার মধ্যে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়নস ও চট্টগ্রামের বালি অর্কিড সিনেপ্লেক্সে একাধিক শো চলছে।

পরিচালক তানিম নূর বলেন, ‘আমাদের ছবিটির দর্শক আছে। শো আরও বাড়ানো দরকার, অনেকেই পরিবার নিয়ে এসেও হল থেকে ফিরে যাচ্ছেন।’

এদিকে সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় নিজের চরিত্র নিয়ে ব্যাপক আলোচনায় বাঁধন। ঈদের দিন থেকেই তিনি বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকার, দর্শক মতামত আর হলে হলে ঘুরে সরাসরি প্রতিক্রিয়া নিচ্ছেন। এ পর্যন্ত নিজেই চারবার সিনেমাটি দেখেছেন, একবার মা, মেয়ে ও পরিবারের সদস্যদের সঙ্গেও।

এক দর্শকের মন্তব্য তাকে স্পর্শ করেছে – ‘নায়ক ছাড়াও সিনেমা হয়’। বাঁধনের ভাষায়, দিনকে দিন বাড়ছে ‘এশা মার্ডার’-এর দর্শক। সবচেয়ে বেশি নারী দর্শকের সাড়া পাচ্ছেন তিনি। তিনি জানান, ‘নারীপ্রধান গল্পের কারণে অনেক নারী দর্শক কেঁদেছেন। এমনকি পুরুষরাও আবেগে কেঁদেছেন।’

তিনি আরও বলেন, ‘দর্শকরা আমার সিনেমার পাশে আছেন, তাদের ভালো লাগার কথাটি অন্যদের বলছেন। সাংবাদিকরাও আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102