সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সাংবাদিকদের মধ্যে উত্তেজনা, প্রেসক্লাবে ১৪৪ ধারা জারি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

আইনশৃঙ্খলা অবনতির শঙ্কায় পঞ্চগড় প্রেসক্লাব সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ওই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস এ আদেশ জারি করেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন প্রেসক্লাবসহ প্রধান ফটকে তালা লাগিয়ে সিলগালা করে দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই বিপ্লবের পর স্থানীয় সংবাদকর্মীদের একটি পক্ষ প্রেসক্লাবে অবস্থান নিলে অপরপক্ষ সেখান থেকে বের হয়ে যান। এরপর থেকে ক্লাব দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি চলতে থাকে। বুধবার (২৮ মে) সন্ধ্যায় প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে উভয়পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলে ক্লাবের মুল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। এ নিয়ে রাতে একটি পক্ষ প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এসময় আরেকটি পক্ষ করতোয়া সেতুর প্রবেশ পথে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। রাতে প্রশাসনের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেয় দুই পক্ষ। তবে বৃহস্পতিবার সকালে তালা ভেঙে সাংবাদিকদের দুটি পক্ষ ফের প্রেস ক্লাবে অবস্থান অবস্থান নেয়।

এসময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। উভয়পক্ষের সংবাদকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারিসহ অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়। একই সঙ্গে প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পঞ্চগড় প্রেসক্লাব ও শহরের চৌরঙ্গী মোড় থেকে জালাসি মোড় পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরে নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসমাবেশ, অবৈধ অনুপ্রবেশ, মাইক বাজানো, সভা ও মিছিল পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102