চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও দ্রুত জামিনে মুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তিনি বলেন, “যদি সঠিক কেস থাকে, তাহলে দুই দিনের মধ্যে জামিন কেন? আর যদি না থাকে, তবে কেন গ্রেপ্তার?” ঘটনাটিকে তিনি হেনস্থার শামিল বলে উল্লেখ করেন। পাশাপাশি, তিনি শিল্পীদের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দেন, বলেন, “একসঙ্গে অভিনয় ও রাজনীতি করা উচিত নয়, এতে সুযোগ নেওয়ার প্রবণতা বাড়ে।”
বাপ্পারাজ সমসাময়িক শিল্পী সমিতির রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং তোষামোদমূলক কার্যক্রমেরও সমালোচনা করেন। তিনি জানান, অতীতে শিল্পীরা সমাজসেবামূলক কাজে যুক্ত থাকলেও বর্তমানে অনেকেই রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছেন।
এ ঘটনায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও নুসরাতের গ্রেপ্তারে সরকারের নীতির ব্যত্যয় দেখছেন এবং বিষয়টিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন। বাপ্পারাজের বক্তব্যে শিল্পী মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে।