শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

ভারতের বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনা এখন চরমে। দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলা চলছে। এবার ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। আজ শনিবার (১০ মে) সকালে এ তথ্য জানায় জিওটিভি নিউজ। তারা অভ্যন্তরীণ সামরিক সূত্রের বরাতে খবরটি প্রচার করছে।

প্রতিবেদনে বলেছে, ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনইয়ান উল মারসুস’ চলছে। অভিযানে ফাতাহ মিসাইলসহ ভারী অস্ত্র ব্যবহার করছে পাকিস্তান। ভোরেই পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আঘান হানা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে অভিযানের তীব্রতা বাড়ছে। এ সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো- ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান।

ভাতিন্ডা বিমানঘাঁটি পাঞ্জাবের ভাতিন্ডা শহর এবং মালওয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। বিমানবাহিনীর তত্ত্বাবধানে পাশেই ভাতিন্ডা বিমানবন্দর স্থাপন করা হয়েছে। এটি অভ্যন্তরীণ বিমানবন্দর। ভিসিয়ানা শহরের ১৬ কিলোমিটার (৯.৯ মাইল) উত্তর-পশ্চিমে এবং কিলি নিহাল সিং ওয়ালা গ্রামের কাছে অবস্থিত বিমানবন্দরটি ভিসিয়ানা বিমান বাহিনী স্টেশনের একটি সিভিল এনক্লেভ হিসেবে পরিচালিত। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের অধীনে এখানে স্বল্পমাত্রায় বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হয়।

এদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ফাতাহ-১ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে ছোড়া হচ্ছে। বেসামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তুতে নেই।

পাকিস্তান বলেছে, মঙ্গলবার মধ্যরাতে (৬ মে) ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়। এরপরও সংযম রক্ষা করে তারা। কিন্তু ভারতের আক্রমণ অব্যাহত থাকায় এই হামলা চালানোর জন্য তারা বাধ্য হয়েছে।

প্রসঙ্গত, ‘বুনিয়ান উল মারসুস’ নামটি কোরআনের একটি আয়াত থেকে নেওয়া, যার অর্থ ‘সীসা গলিয়ে তৈরি এক অটুট প্রাচীর’। এটি পাকিস্তান সামরিক বাহিনীর ঐক্য, শক্তি এবং প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102