দুর্নীতি দমন কমিশনের পৃথক মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে মো. শাহরিন ইসলাম তুহিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করে বৃহস্পতিবার (৮ মে) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী হাসান রাজিব প্রধান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক।
আইনজীবী হাসান রাজিব প্রধান জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত জামিন দিয়েছেন।
এর আগে ২৯ এপ্রিল আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে বিশেষ জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।