শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃরংপুরে এই প্রথম ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি টুনামেন্ট’র খেলা শুরু হয়েছে এবং একই সঙ্গে জার্সি মোড়ক উম্মোচন করা হয়েছে।
জার্সি দিয়েছে অংকুর ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে রংপুর স্টেডিয়ামে এ ওমেন্স ড্রিমার ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করেছে।
উক্ত টুর্নামেন্ট খেলা ২৭ থেকে ২৮ তারিখ পর্যন্ত দুই দিন চলবে। উক্ত টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করেন। মোট চার জেলার নারী ক্রিকেট দল। প্রত্যেক টিমের ক্যাপ্টেন হচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়। দিনাজপুর জেলার ক্যাপ্টেন তমালিকা ও তার দলের সব খেলোয়াড়রা গাইবান্ধা জেলার ক্যাপ্টেন ফারজানা হক ও তার দলের খেলোয়াড়রা । রংপুর জেলার ক্যাপ্টেন সানজিদা ইসলাম ময়না ও তার দলের খেলোয়াড়রা। লালমনিরহাট জেলার ক্যাপ্টেন সাথীরা জাকির জেসি ও তার দলের খেলোয়াড়রা ও রংপুর ওমেন্স ড্রিমার ক্রিকেট
একাডেমির প্রতিষ্ঠাতা আরিফা জাহান বিথী ও তার দলের খেলোয়াড়সহ এ টুর্নামেন্টে মোট ৮০ জন নারী ক্রিকেটার অংশগ্রহণ করেন।