নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে মোঃ সেলিম (২৫) নামক এক বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আটক হওয়া সেলিম উপজেলার নিতপুর ইউনিয়নের কাঁটাপুকুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। সেলিমের পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার দিবাগত রাতে গরু আনতে একদল রাখাল ভারতে প্রবেশ করলে বুধবার সকাল ৬টার সময় তাকে ধাওয়া করে আটক করে বিএসএফ। বিস্তারিত জানতে নিতপুর বিজিবি ক্যাম্প কমান্ডারকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।