রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ এলাকায় ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্র আব্দুল্লাহর আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ইসলামবাগ বড় মাদ্রাসার কিতাব বিভাগের এই শিক্ষার্থী তার বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মাদ্রাসা থেকে ফিরে সে তার মাকে জানায়, ঈদের সালামির জমানো টাকা গুনবে, তাই রুমে না ঢোকার অনুরোধ করে। দীর্ঘ সময় পর দরজা না খোলায় তার মা ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখে ফ্যানের সঙ্গে ঝুলছে ছেলে। প্লাস্টিকের দরজা ভেঙে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল্লাহর বাবা আব্দুর রহমান জানান, তার ছেলে মাদ্রাসায় হেফজ শেষ করে বর্তমানে কিতাব বিভাগে পড়াশোনা করছিল। আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই বুঝতে পারছেন না বলে জানান তিনি।
এ ঘটনায় চকবাজার থানাকে অবহিত করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।