তহিদুল ইসলাম সানি, মোংলা সংবাদদাতা,গত তিন দিন ধরে দফায় দফায় বৃষ্টি শুক্রবার ভোর রাত থেকেই দুপুর পর্যন্ত বিরামহীন বৃষ্টির ঝলকানি। রাস্তা ঘাট মৎস্য ঘের তলিয়ে একাকার হয়ে গেছে। মোংলা বন্দরে ৪ নং হুশিয়ারী সংকেত, জাহাজের পণ্য উঠানামা বন্ধ রয়েছে।মোংলায় প্রচন্ড বৃষ্টিতে জলাবদ্ধতায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গত তিন দিন ধরে বৃষ্টি হলেও বিশেষ করে শুক্রবার ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে পৌর শহরসহ উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বৃষ্টির সাথে বয়ে গেছে হালকা ঝড়।
ধনীরা বৃষ্টি বিলাস উপভোগ করছেন। দিনমজুরেরা অনাহারে অর্ধাহারে আছেন। বৃষ্টির পানি জমে মুহুর্তের মধ্যে উঠে গেছে বাড়ী ঘরে। তাই রান্নাবান্না, থাকা খাওয়া ও গবাদি পশু রাখা নিয়ে দুর্ভোগে পড়েছে এখানকার বাসিন্দারা। বৃষ্টিতে তলিয়ে মাছ ভেসে গেছে এ ঘের থেকে অন্য ঘেরে। মেইন সড়কের উপর দেখা যাচ্ছে মাছ শিকার করতে। এ অতিবৃষ্টিতে চিংড়ি চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে ৪ নং হুশিয়ারী সংকেত জারির পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।