বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

পায়রা সমুদ্র বন্দরে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীতে (২৩ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৪ (চার) নম্বর(পুনঃ) ০৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে।

তৎপ্রেক্ষিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধিগণ, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় জেলার বিভিন্ন দপ্তরের সার্বিক প্রস্তুতি সম্পর্কে এবং ঘূর্ণিঝড় পূর্ব, ঘূর্ণিঝড় কালীন ও ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিস্তারিত আলোচনা শেষে আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করা সহ অন্যান্য সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালীতে ইতোমধ্যে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের নাম্বার : ০১৬২২৬৭৭৩১২, ০৪৪১-৬৫০১০।

এএসবিডি/আরএইচএস

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102