বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

চরফ্যাশনে পাঁচটি গরু ছিনতাইয়ের অভিযোগ মিজান বাহিনীর বিরুদ্ধে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধিঃভোলা-চরফ্যাশন উপজেলা দুলারহাট থানাধীন মুজিব নগর ইউনিয়নে তিন রাখালকে কুপিয়ে ও পিটিয়ে আহতের পর পাঁচটি গরু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মিজান বাহিনীর বিরুদ্ধে৷ আহতরা হলেন আল আমিন (১৮), কামাল (৩০) ও নয়ন (২৮)।

২১ অক্টোবর (বুধবার) বেলা ১১টার সময় উক্ত গরু ছিনতাইয়ের ঘটনাটি ঘটে৷ স্থানীয় অন্য রাখালগণ তাদেরকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত সময়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন৷

আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছিল মুজিবনগর ইউনিয়নের চরফ্যাশন-গলাচিপা সিমান্তবর্তী এলাকা চর মনোহর গ্রামে৷ এঘটনায় দুলারহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷

হাসপাতালে চিকিৎসাধীন রাখাল কামাল জানান, বুধবার সকাল ১০টায় প্রতিদিনের মতো চরফ্যাশন-গলাচিপা সিমান্তবর্তী এলাকা চর মনোহর গ্রামে গরু চড়াতে যান তারা। বেলা ১১টার দিকে গলাচিপা উপজেলার উত্তর চর বিশ্বাস গ্রামের মিজান ও জুলহাসের সন্ত্রাসী বাহিনী তাদের ৫টি গরু ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন৷ তারা বাঁধা দিলে সন্ত্রাসী চক্র টি তাদের ওপর হামলা চালিয়ে তাদেরকে কুপিয়ে আহত করে অজ্ঞান অবস্থায় রেখে ৫টি গরু ছিনিয়ে নেয়।

চরফ্যাশন হাসপাতালে আসা আহতদের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহাবুব কবির জানান, তারা সকলেই শঙ্কামুক্ত আছেন৷ প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

এ বিষয়ে দুলারহাট থানার ওসি মোঃ মুরাদ হোসেন জানান, আমি হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102