পুনম শাহরীয়ার ঋতু ,ঢাকা:
গাজীপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় বুধবার রাতে এক নারী পোশাক শ্রমিককে বাসায় ফেরার পথে দূর্বৃর্ত্তরা জোড়পূর্বক ধরে নিয়ে দলবদ্ধ ভাবে ধর্ষণ করে।
এখবর বৃহস্পতিবার সকালে সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ১০টার দিকে শত শত পোশাক শ্রমিক অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে কাশিমপুর থানা ঘেরা করে বিক্ষোভ করে। তবে পুলিশের দাবী ওই ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আটক করে রাখা হয়েছে। আটককৃতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোবরকুড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে আমিনুল ইসলাম(২৮),অন্য দুজন কাশিমপুরের হাজী মার্কেট এলাকার আলী হোসেনের ছেলে শাহাদাত (৩৫) ও আলীম মিয়ার ছেলে বাইজীদ(২৭)। পরে পুলিশ অভিযান চালিয়ে বাইজীদ ও শাহাদাত নামের আরো দুইজনকে আটক করেন। তবে এঘটনায় বাইজীদ ও শাহাদতকে আটক করলেও পুলিশ তা অশ্বীকার করে।
শ্রমিক, পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় একটি পোষাক তৈরির কারখানা থেকে এক নারী শ্রমিক রাতে ছুটির পর বাসায় ফিরার পথে ৫/৬ জন যুবক তাকে রাস্তা থেকে তুলে নেয়। পরে স্থানীয় স্কয়ার গেট এলাকার নির্জন স্থানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। পরে তার পরিবারের লোকজনকে ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে । বিষয়টি জানা জানি হলে প্রথমে পুলিশ আক্তারুজামান, এমারত হোসেন ও
আমিনুল ইসলামকে আটক করে। গাজীপুর মেট্টোপলিটন কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, এঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে । ভূক্তভোগী নারী শ্রমিককে পরিক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।