রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

তারাকান্দায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-র মতবিনিময়

প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
ময়মনসিংহের তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ৩৬-তম বিসিএস ব্যাচের  কর্মকর্তা মোঃ জাকির হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগটি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজী অনুষদের অন্তর্ভূক্ত একটি বিভাগ, সেই বিভাগ  থেকে শিক্ষাজীবন সমাপ্ত করেন। নিজ জেলা জামালপুর। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের বাবা।

২৪ মার্চ(সোমবার) বেলা ১১ টায়  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন নবাগত তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

স্বাগত বক্তব্য তিনি জানান-আমি রাজনীতি করতে আসিনি,আমি কোন রাজনৈতিক দলের আজ্ঞাবহ থাকবোনা। আমি তারাকান্দাবাসীর জন্য হয়রানীমুক্ত সেবা নিশ্চিত করতে চাই।আমি নিরপেক্ষভাবে কাজ করতে চাই।আমি শিখতে পছন্দ করি।আমি সব কিছু জানি বিষয়টি এমন নয়।

আবার আমার একার পক্ষে সকল কাজ করাও সম্ভব নয়।আমার মূল উদ্দেশ্য হল তারাকান্দা তথা এই উপজেলাবাসীর সেবা করা।
আপনারা যারা এই উপজেলায় কলম-সৈনিক রয়েছেন তাঁরা আমাকে সঠিক ও তথ্যবহুল সংবাদ দিয়ে সহযোগীতা করবেন।আপনারা বিনা সংকোচে আমার কাছে আসবেন।এই তারাকান্দার একজন সচেতন নাগরিক হিসেবে আসলেও কেউ অবহেলিত হবেন না।আমি সর্বদা আপনাদের সেবা দিতে প্রস্তুত।

জনাব জাকির হোসেন আরও বলেন-
তারাকান্দায় অবারিত কাজের সুযোগ রয়েছে।আমি আমার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই।আমি অচিরেই কোন একটি সেক্টরকে চিহ্নিত করে কাজ শুরু করব।যে সেক্টরকে নিয়ে কাজ করলে সেক্টরটি তারাকান্দায় দ্রুত উন্নতি লাভ করবে।আমি নতুন মানুষ ,সব কিছু জানিনা।আমি আপনাদের মাধ্যমে উপজেলার সকল মানুষের সহযোগীতা কামনা করছি।আমার মেসেজ ক্লিয়ার।

মতবিনিময় সভায়  উপজেলার কর্মরত সাংবাদিকগণ নবাগত ইউএনও’র কাছে উপজেলা বাসীর বিভিন্ন দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। অতীতের কিছু দিক তুরে ধরেন। এছাড়াও মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং উপজেলার  স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ,, গীর্জা, মন্দির, রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

তারাকান্দায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা এবং তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব আব্দুল মালেক আর্মি, দৈনিক ইনকিলাব পত্রিকার তারাকান্দা উপজেলা সংবাদদাতা ও উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি ফজলে এলাহি ঢালী,তারাকান্দা প্রেসক্লাব ও তারাকান্দা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, উপজেলার সাবেক নির্বাহী অফিসার নাজনীন সুলতানার বদলী জনিত বিদায়ের পর তারাকান্দায় নবাগত  নির্বাহী অফিসার হিসেবে ২০ মার্চ যোগদান করেন মোঃ জাকির হোসেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102