চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো: রাসেল জানান, রবিবার (২৩ মার্চ) সকালে বিশেষ তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। অভিযানে ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬ হাজার ৩৮০ কার্টন) ওরিস ও মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।
আটককৃত এসব সিগারেটের বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।