শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে আগুন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
ছবি সংগৃহীত

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগুন লেগেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটিতে ১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন

প্রকাশিত ছবি ও ভিডিওতে  উড়োজাহাজের ডানা দিয়ে তড়িঘড়ি নামতে দেখা যায়  যাত্রীদের। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়নি আগুন লাগার সঠিক কারণ ।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ফ্লাইটে আগুন লাগার পর দ্রুত যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। এ সময় ঘন কালো ধোঁয়া দেখা যায়। পরে, দমকল বাহিনী এসে আগুন নেভায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ১০০৬ তে আগুন লাগে, যা বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। এটি কলোরাডো স্প্রিং থেকে ডেনভারে এসে পৌঁছেছিল।

এ ঘটনার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের ইঞ্জিনের কাছে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে, জ্বালানির কারণে এই আগুন ঘটতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই ঘটনা ঘটেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিমানযাত্রা এখনও পৃথিবীর সবচেয়ে নিরাপদ পরিবহন ব্যবস্থা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102