লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটে মুজিব বর্ষ উপলক্ষে কুলাঘাট ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে কুলাঘাট ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ কুলাঘাট ইউনিয়ন শাখার সভাপতি মিলন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বিপুল আহম্মেদ অয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক সায়হান সৈকত, লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক লুৎফর রহমান আওরঙ্গ, সহঃ সভাপতি শ্রী হৃদয় চন্দ্র বর্মন, যুগ্ন সাধারন সম্পাদক সাইরেন রেজওয়ানে ইমন, কুলাঘাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জনাব সোলায়মান আলী সবুজ ও অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন।