গাজীপুরের পূবাইলে জব্বার মার্কেটে আগুন।
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি কলের বাজার জব্বার মার্কেট নামে একটি আধাপাকা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া যায় ।
মঙ্গলবার (০৪ঠা ফেব্রুয়ারী ২০২৫ ইং) আনুমানিক ভোর ০৪টার দিকে কলের বাজারের নৈশ প্রহরী (সিকিউরিটি গার্ড) ওসমান আলী প্রথমে আগুন দেখতে পেয়ে মার্কেটের মালিক জব্বার মিয়াকে ফোন দিলে জব্বার মিয়া ফোন পেয়ে দ্রুত কলের বাজার চলে আসেন এবং বিদ্যুতের মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় এবং সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিনের ছাউনিযুক্ত আধাপাকা মার্কেটটিতে কয়েকটি দোকান ছিল। আনুমানিক ভোর ০৪টার দিকে জব্বার মার্কেটে মেঘডুবি কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির অফিসে প্রথমে আগুনের সূত্রপাত দেখা যায়।
মুহূর্তেই আগুন অফিসে ছড়িয়ে পড়ে।এ ব্যাপারে পূবাইল থানায় অভিযোগ দায়ের করা হয়। পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো: আমিরুল ইসলাম জানান এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।