খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৭৭নং পূর্ব মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের রাস্তা উদ্বোধন শেষে শিক্ষার্থীদের পাঠদান করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল্লাহ- আল মাহমুদ।
সোমবার দুপুরে পূর্ব মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেন।
এ সময় তিনি ওই বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় ও শিক্ষার্থীদের ক্লাস ও শিক্ষার গুণগত মান নিয়ে কথা বলেন। এছাড়া শিক্ষার্থীদের পাশে বসে তাদেরকে সঠিক সময়ে খাওয়া, ঘুম, পড়ালেখা-খেলাধুলা করার জন্য উপদেশ দেন।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর নাম হেনা মন্ডল বলে, ‘চেয়ারম্যান মহোদয় আমাদের ক্লাস নিয়েছেন। তিনি মজার গল্প বলেছেন। সেই সঙ্গে কীভাবে পড়া মনে রাখা যায়, সেই নিয়মও শিখিয়ে দিয়েছেন।’
চেয়ারম্যান আলহাজ্ব মো.আব্দুল্লাহ- আল মাহমুদ বলেন, প্রকৃত শিক্ষা অর্জন, শিক্ষার পরিবেশ, গুণগতমান, বই বিতরণ ও বিদ্যালয়ের সাইক্লোন শেল্টারের রাস্তা উদ্বোধনের জন্য স্কুলে গিয়েছিলাম।
এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আবু সাঈদ মোল্লা,হাফিজুর রহমান, প্রধান শিক্ষক হিমাশু শিখর মন্ডলসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।