রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শাহবাগ মোড়ে আবারও ট্রেইনি চিকিৎসকদের অবরোধ। শেরপুরে বাসচাপায় সিএনজি অটোরিকশার ৫ জন নিহত। ১৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ২৯। রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরেঃ গভর্নর। আজহারীকে নিয়ে মাওলানা লুৎফরের সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল! জাতীয় দলের ক্রিকেটারদের ইংরেজিতে দক্ষতা উন্নয়নে সোনারগাঁও ইউনিভার্সিটি ও গ্লোবালইডি এর চুক্তি। সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার। অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ পরিচালনায় থাকতে পারে নাঃ মির্জা ফখরুল। মানুষ আর ভারতের মিথ্যা গুজব ও দাদাগিরি পছন্দ করে নাঃ আজহারী। আ.লীগ নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড।

ভোলা-চরফ্যাসনে সবজির বাজারে আগুন! ক্রেতাশূণ্য দোকান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

চরফ্যাসন প্রতিনিধিঃ ভোলা-চরফ্যাসনে সবজির বাজার আগুন! ক্রেতাশূণ্য দোকান ভোলা-চরফ্যাসনে শাকসবজির দামে এক রকম আগুন লেগেছে। বাজারে আসা সকল প্রকার শাকসবজির দাম নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নাগালের বাহিরে৷ ক্রেতাশূণ্য বাজার৷ দাম শুনে অবাক সাধারণ ক্রেতা৷ খালি হাতে ফিরতে দেখা গেছে অনেককে৷

গতকাল চরফ্যাসন সবজির বাজার ঘুরে দেখা যায়, বাজারে আসা ক্রেতাদের মধ্যে নেই স্বস্তি। দাম শুনে যেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ৷ অনেকেই বলছেন আয়ের সাথে মিল করে ডিম আর ডাল ছাড়া উপায় নেই৷

সবজি কিনতে আসা রহিমা আফরোজ বলেন, বাজারে প্রায় সব ধরনের শাক-সবজির দাম আকাশচুম্বী৷ ছোট একটি লাউ কিনলাম ৮০ টাকা দিয়ে৷ যে লিস্ট নিয়ে বাজারে এসেছি তা আর কেনা হবে না।

সবজি বিক্রেতা জামাল উদ্দিন বলেন, আমরা কি করব ভাই৷ আরত থেকে যে দামে কিনা তার চাইতে কেজিপ্রতি ২-৩ টাকা লাভে বিক্রি করতে কষ্ট হয়৷ আগে যে সকল ক্রেতা ২ থেকে ৩ কেজি করে সবজি কিনেছে তারা এখন আধা কেজি নিকে৷ এতে করে সারাদিনের বিক্রি শেষে যে লাভ হয় তাতে পরিবার নিয়ে দু’মুঠো ডাল ভাত খাওয়া কষ্টকর হয়ে পড়েছে৷

বাজারে বিভিন্ন দোকান ঘুরে দেখা প্রতি কেজি গাজর ৮৫ টাকা, পেঁপে ৫০টাকা, মুলা ৬০টাকা, মিষ্টি কুমড়া ৪৫টাকা, করলা ৭০টাকা, শসা ৬০টাকা, কাঁকরোল ৬০টাকা, পটল ৬৫টাকা, বেগুন ৬০টাকা, কাঁচা কলা হালি ৫০টাকা, ধুন্দল ৫০টাকা, কাঁচা মরিচ ৩০০টাকা, ঢেঁড়স ৬০টাকা, কচুর গাটি ৫০টাকা, বরবটি ৬৫টাকা বিক্রি হচ্ছে৷

সবজির আরতদার মোঃ রাশেদ জানান, অতিরিক্ত বর্ষা এবং নদীর উজানের পানি ঢুকে অধিকাংশ খামারির ফলন নষ্ট হয়ে যায়৷ তারমধ্যে যেসকল খামারিদের শাকসবজি হয়েছে সেগুলোও লালমোহন, তজুমদ্দিন, দৌলতখান, বোরহানউদ্দিন, বাংলাবাজার, এমনকি ভোলার পাইকার এসে অতিরিক্ত দাম তুলে নিয়ে যান৷ সবজির তুলনায় চাহিদা বেশি থাকায় ক্রেতারা অতিরিক্ত দামে কিনতে হচ্ছে৷

এএসবিডি/আরএইচএস

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102