বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার। বাগেরহাটে গুণিজন সংবর্ধনা পেলেন ৫ সংস্কৃতি কর্মী। ঝিনাইদহের কোটচাঁদপুর কাঠ টিটমেন্ট মেশিন বিস্ফোরণে নিহত -২ আহত -১। টিউলিপ সিদ্দিক মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। আমার দেশ পত্রিকার সম্পাদককে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার। ট্রাম্পের শপথ অনুষ্ঠান; আমন্ত্রন পাননি মার্কিনদের মিত্র দাবি করা মোদি? ১৭ বছর কারাগারে জীবন কাটিয়ে এবার বাড়ী ফিরছেন বাবর। মেহেরপুরে ২ কেজি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক। বাংলা এডিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জের উপর হামলা। ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল।

ফুল চুরি করে ইসকন মন্দিরে পূজা, শাস্তি পেলেন বাকৃবির তিন শিক্ষার্থী।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

ফুল চুরি করে ইসকন মন্দিরে পূজা, শাস্তি পেলেন বাকৃবির তিন শিক্ষার্থী।

বাকৃবির শহীদ নাজমুল আহসান হল থেকে ৩ বস্তা ফুল চুরির অভিযোগে ৩ শিক্ষার্থী শাস্তির মুখে পড়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হল থেকে ৩ বস্তা ফুল চুরির অভিযোগে ৩ শিক্ষার্থী শাস্তির মুখে পড়েছে। চুরি করা ফুলগুলো বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের পেছনে অবস্থিত ‘ভক্তি কুটির ইসকন মন্দিরে’ পুষ্পাঅভিষেক পুজার জন্য ব্যবহার করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে হল প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম ইসকন মন্দিরে সরেজমিন গিয়ে হলের ফুল শনাক্ত করেন। এ সময় তিনি একজন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেন এবং প্রক্টর অফিসে নিয়ে যান।

পরে বাকি দুই অভিযুক্ত শিক্ষার্থীকে প্রক্টর অফিসে ডেকে আনা হয়। অভিযুক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে এবং পরবর্তীতে এ ধরণের অপরাধ না করার অঙ্গীকার করে।

এ বিষয়ে শহীদ নাজমুল আহসান হল প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম বলেন, ‘সকালে হলের গার্ডরা ফুল চুরির ঘটনা আমাকে জানায়। পরে খোঁজ নিতে গিয়ে ইসকন মন্দিরে চুরিকৃত ফুল শনাক্ত করি। সেখান থেকে একজন শিক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে আসি। চুরির সঙ্গে জড়িত শিক্ষার্থীরা হলের বাগান থেকে তিন বস্তা ফুল নিয়ে যায় এবং তা মন্দিরের পুজার কাজে ব্যবহার করে। একটি ধর্মীয় অনুষ্ঠান চুরি করা জিনিস দিয়ে করা যায় না।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির ৭ নং ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।  শহীদ নাজমুল আহসান হলের একজন শিক্ষার্থীকে জরিমানা করা হয়। শহীদ শামসুল হক হলের অপর দুই শিক্ষার্থীর ছাত্রত্ব না থাকায় তাদের হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল বলেন, ‘আমার হলের দুই শিক্ষার্থী জড়িত থাকায় তাৎক্ষণিক তাদের রুম তালাবদ্ধ করা হয়েছে এবং হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, “ধর্মীয় প্রার্থনা চুরি করা জিনিস দিয়ে হতে পারে না। অভিযুক্তরা পরিণত বয়সের শিক্ষার্থী। এটি ক্ষমার অযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির ৭ নং ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।  শহীদ নাজমুল আহসান হলের একজন শিক্ষার্থীকে জরিমানা করা হয়। শহীদ শামসুল হক হলের অপর দুই শিক্ষার্থীর ছাত্রত্ব না থাকায় তাদের হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল বলেন, ‘আমার হলের দুই শিক্ষার্থী জড়িত থাকায় তাৎক্ষণিক তাদের রুম তালাবদ্ধ করা হয়েছে এবং হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, “ধর্মীয় প্রার্থনা চুরি করা জিনিস দিয়ে হতে পারে না। অভিযুক্তরা পরিণত বয়সের শিক্ষার্থী। এটি ক্ষমার অযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102