রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। ব্রিটিশ এমপিকে সুষ্ঠু ভোটের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা। রামপালে শীতার্তদের হাতে উপহারের কম্বল তুলে দিলেন কৃষিবিদ শামীম। বাগেরহাটে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা। তারালী দারিদ্র জনগোষ্ঠীর মধ্যে কম্বল উপহার দিলো দীপ্তমান ছাত্র সমাজ। প্রতিষ্ঠাবার্ষিকীতে গুঁড়িয়ে দেয়া হলো ছাত্রলীগের পার্টি অফিস। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ। ভারতের ‘ভূখণ্ড’ নিয়ে নতুন শহর ঘোষণা চীনের, নয়াদিল্লির প্রতিবাদ। রাজশাহীকে বিধ্বস্ত করে প্রথম জয় চিটাগং কিংসের। তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতারণ করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতারণ করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব।

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা ও পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহিদ হাবিব।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় রাখালগাছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে
শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অত্র প্রতিষ্ঠানের সুপারিন্টেন্ট মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মিজানুর মাহমুদ রাজন, প্রতিষ্ঠানের সহকারী সুপার আঃ রহিম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

এরপর বেলা ১১টায় পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে
শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ আতিয়ার রহমান, বাবু সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক নাহিদ হাসান সোহাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম, যুবনেতা সোহেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

উদ্দীপন অফিস, বাগেরহাটের সহযোগিতায় মাদক সন্ত্রাস মুক্ত ছাত্র সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে দাবা, লুডু, ক্যারাম সহ অন্যান্য ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে এমন সব ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষার্থীদের দাবি ভবিষ্যতে এমন সব মহৎ উদ্যোগ গ্রহণ করে হলে খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আরো আগ্রহ বৃদ্ধি পাবে।

বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব এবং পৌর ও বাগেরহাট সদর উপজেলা উদ্দীপন ক্লাবের প্রধান সমন্বয়ক হাবিবুল্লাহ ওয়াহিদ হাবিব বলেন, শিক্ষার্থীরা যাতে তাদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ পায়, এজন্য আমরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ক্রীড়া সামগ্রী বিতরণ করছি। এতে করে শিক্ষার্থীরা পড়ালেখায় আরো বেশি মনোযোগী হবে এবং মাদক সন্ত্রাস ইভটিজিং ধর্ষণ পরিহার করে সুস্থ ও সুন্দর জীবন গঠন করতে পারবে।

তিনি আরো বলেন, তরুন ও কিশোর-কিশোরীরা স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও নেতৃত্বের বিকাশের মধ্য দিয়ে এই সমাজের অবক্ষয় গুলো পরিবর্তন করে সোনার বাংলাদেশে রুপান্তরিত করতে পারবে -ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102