শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :

ঢাবির জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি-দেয়াল লিখন নষ্ট করলেই ব্যবস্থা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

ঢাবির জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি-দেয়াল লিখন নষ্ট করলেই ব্যবস্থা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ছাত্র-জনতা অভ্যুত্থান’ এর স্মৃতিস্বরূপ দেয়াললিখন ও গ্রাফিতি সংরক্ষণে প্রশাসন জরুরি নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, ক্যাম্পাসে থাকা সমস্ত দেয়াললিখন ও গ্রাফিতিগুলো কোনোভাবেই মুছে ফেলা বা ক্ষতিসাধন করা যাবে না। এই নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোনো কারণে এই স্মৃতি বিজড়িত দেয়াললিখন ও গ্রাফিতি নষ্ট হয়ে যায়, তবে বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে তা সংস্কারের ব্যবস্থা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট’ পর্যন্ত ৩৬ দিন ধরে শিক্ষার্থীরা স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণহত্যার নিদর্শন, এবং আন্দোলনে শহীদ ও আহতদের স্মৃতির উদ্দেশ্যে গ্রাফিতি আঁকেন এবং দেয়াল লিখন করেন। এসব স্মৃতি সুরক্ষিত রাখতে এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, এই স্মৃতি সংরক্ষণের মাধ্যমে আমরা আমাদের ইতিহাস ও সংগ্রামকে সম্মান জানাতে চাই এবং সবার সহযোগিতায় তা সংরক্ষণ করতে পারবো।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102