শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আজহারীকে নিয়ে মাওলানা লুৎফরের সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল! জাতীয় দলের ক্রিকেটারদের ইংরেজিতে দক্ষতা উন্নয়নে সোনারগাঁও ইউনিভার্সিটি ও গ্লোবালইডি এর চুক্তি। সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার। অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ পরিচালনায় থাকতে পারে নাঃ মির্জা ফখরুল। মানুষ আর ভারতের মিথ্যা গুজব ও দাদাগিরি পছন্দ করে নাঃ আজহারী। আ.লীগ নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড। কালিগঞ্জে জাতীয় পর্যায়ে ২০২৩ সালের শাপলা কাপ অ্যাওয়ার্ড পরীক্ষা চলমান। ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামে যুবদল নেতা নিহত। বাগেরহাটে পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

দিনাজপুর পল্লীশ্রী’র নারী ও কন্যা শিশু ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধনে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ দেশব্যাপী ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকদের গ্রেফতার করে মৃত্যুদন্ড কার্যকর করার দাবীতে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী ৮ অক্টোবর বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামিম আরা বেগম এর নেতৃত্বে বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মনববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান, সাংস্কৃতিক কর্মী ও আমরাই পারি জেলা জোটের সদস্য তারিকুজ্জামান তারেক, জেলা দূর্নীতি দমন কমিশনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব প্রভাষক বদিউজ্জামান বাদল, টিআইবি দিনাজপুরের সভাপতি হাজেরা বেগম, আমরাই পারি জেলা জোটের সদস্য প্রিয়াংকা রায়, পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার শামসুন্নাহার, সৈয়দ মোস্তফা কামাল, এইচ.আর শামীমা পপি, ফাইন্যান্স ম্যানেজার মোঃ হুমায়ুন কবির ও মিনারা খাতুন।

“প্রতিবাদের প্রতিরোধের এখনই সময়, ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ” “ধর্ষণের ফাঁসির পাশাপাশি ধর্ষক তৈরীর কারখানা চিহ্নিত করতে হবে”- এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধনে বক্তারা বলেন, আর একজনও নারী ও শিশু যদি ধর্ষিত হয় তাহলে সারাদেশে আগুন জ্বলবে। প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে তার নিরাপদ আবাসন, নিরাপদ শিক্ষাঙ্গন, নিরাপত্তা সমাজ ব্যবস্থা। বর্তমানে টেকসই উন্নয়নের লক্ষ্যই হচ্ছে “পিছিয়ে থাকবে না একটি মানুষও, এগিয়ে যাবে সবাই” আর এই লক্ষকে সামনে রেখেই বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই নারীর প্রতি চলমান বিভিন্ন নির্যাতনের সাথে যুক্ত হয়েছে ধর্ষন, গণধর্ষণ এবং ধর্ষণ পরবর্তি হত্যা। তাই আমরা অত্যন্ত জড়ালোভাবে বলতে চাই প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের রায় কার্যকরা করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102