নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনা আটপাড়ায় আজ ৭ই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
উপজেলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি হলরুমের সম্মুখে বঙ্গবন্ধু প্রাঙ্গণে এই আলোক প্রজ্জলন অনুষ্ঠিত হয়। নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনা সহ ধর্ষণ – নিপীড়নের ঘটনা সম্পৃক্ত পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার অবসানের দাবিতে আটপাড়া উপজেলা ছাত্রলীগ আলোক প্রজ্জ্বলন এর আয়োজন করে।আলোক প্রজ্জ্বলন এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে প্রজ্জ্বলন অনুষ্ঠানের পর আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি রাহাত বিশ্বাস সঞ্চালনা করেন উপজেলা সংগ্রামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর খান নন্দন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আরিফুজ্জামান খান টিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রাশেদুল হাবিব ভূঁইয়া ইকবাল, ছাত্রলীগের সহ সভাপতি রবিউল আউয়াল লিলু, প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কংকন চৌধুরী উপজেলা যুবলীগের সহ-প্রচার সম্পাদক কায়সার আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুর রহমান, জহিরুল ইসলাম সেকুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক লিপটন শেখ প্রচার সম্পাদক আলী খান, উপজেলা ছাত্রলীগ নেতা তরিকুজ্জামান তরিক, পাপন তালুকদার, রাহাত ভূঁইয়া, দেলোয়ার হোসেন রাজন, প্রমুখ।