অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে নামলে রাত ভোর হবে না। নেমে যেতে হবে। কিন্তু সেটা আমরা চাই না।’
সোমবার বিকেলে খুলনা মহানগর ও জেলা কমিটির আয়োজনে বিজয় দিবস উপলক্ষে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। খুলনা নগরীর শিববাড়ী মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘রাজনীতিবিদরা নাকি সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে। যদি এই মুহূর্তে নামি, তাহলে রাত ভোর হবে না। (সরকারকে) নেমে যেতে হবে। কিন্তু সেটা আমরা চাই না, আমরা চাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আপনারা এসেছেন, আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংস্কার একটি চলমান ব্যবস্থা, যা আগামীতেও থাকবে। তাই নির্বাচনের জন্য সংস্কারে কারও আপত্তি নাই। কিন্তু সংস্কারের জন্য নির্বাচন? কোনটা সেটা স্পষ্ট করার জন্য তিনি আহ্বান জানাচ্ছি।’
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এ সময় জেলা বিএনপির নবগঠিত তিন সদসের কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম ও সদস্য সচিব আবু হোসেন বাবুকে দলের নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন আজিজুল বারী হেলাল।
এরপর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিববাড়ি মোড়ে থেকে শুরু হয়ে ময়লাপোতা মোড় ঘুরে রয়েল চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।